পাকিস্তান ক্রিকেট দলে ছাঁটাই আতঙ্ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০১:৫৯ পিএম
পাকিস্তান ক্রিকেট দলে ছাঁটাই আতঙ্ক
পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন। ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সংখ্যা কমানো হব। আর বেশ কয়েকজন খেলোয়াড়কে তালিকা থেকে বাদ দেওয়া হবে। ফলে বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, রিজওয়ানসহ সব খেলোয়াড়রাই।

আতঙ্কটা এ কারণেই বেশি যে, এখন পর্যন্ত কারা ছাটাই হবে, কারা নতুন করে চুক্তিতে আসবে, তালিকা কতজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তা প্রকাশই করেনি পিসিবি। 

পাকিস্তানের লাল বলের কোচ গ্যারি কারস্টেন ও সাদা বলের কোচ জেসন গিলেস্পির রিপোর্টে দেখা গেছে, অনেকেরই ফিটনেস নেই, অনেকেই ভালো খেলার মুড হারিয়ে ফেলেছেন। 

তাছাড়া, গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানের বাজে পারফরম্যান্সে পিসিবি অসন্তুষ্ট। আর সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় পুরোপুরি হতাশ বোর্ড। ফলে তারা সিদ্ধান্ত নিয়েছে, এই দল নিয়ে ভালো কিছু অর্জন করা খুব কঠিন।

Link copied!