• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে পারে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ১২:৫৮ পিএম
নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে পারে পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে ইতোমধ্যে ভারতের মাটিতে পা রেখেছে টুর্নামেন্টের ফেভারিট পাকিস্তান। বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অধিকাংশের চোখে বাবর-রিজওয়ানদের নিয়ে গড়া দলটি অন্তত সেমিফাইনাল খেলার যোগ্য। এমন একটি দলকে নিয়ে বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে পাকিস্তানের আরেকটি রূপের কথা মনে করিয়ে দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। নাসির হুসেইন বলেন, এবারের বিশ্বকাপে বাবর-রিজওয়ানরা নেদারল্যান্ডসের বিপক্ষে হারতেও পারে।

নাসির হুসেইন। ছবি : সংগৃহীত

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে নাসির হুসেইন বলেন, “পাকিস্তান বিশ্বকাপের ভালো দলগুলোর একটি। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে। ”

সাবেক ইংলিশ অধিনায়ক আরও বলেন, “গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল। ”

উপমহাদেশের মাটিতে স্পিনাররা বরাবরই বাড়তি সুবিধা পান। তবে বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররাও। তাই নাসের মনে করেন বড় সংগ্রহ দাঁড় করাতে পারলে পাকিস্তানের কোনো সমস্যা হবে না।ইংলিশ এই ধারাভাষ্যকার বলেন, “তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে। ”

Link copied!