পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জিতে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬১৫ রানের বিশাল স্কোর গড়ে।
জবাবে ব্যাটে নেমে প্রথম ইনিংসে সফরকারি দল মাত্র ১৯৪ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান বেশ ঘুরে দাঁড়িয়ে রোববার তৃতীয় দিনের খেলা শেষে মাত্র ১ উইকেট হারিয়ে করে ২৩১ রান।
এখনো পাকিস্তান পিছিয়ে আছে ২০৮ রানে। শান মাসুদ ও সাবেক অধিনায়ক বাবর আজম ২০৫ রানের জুটি গড়েন। ১২৪ বলে ৮১ রান করে বাবর আজম আউট হলেও শান মাসুদ ১০২ ও খুররম শাহজাদ ৮ রানে অপরাজিত আছেন।