এশিয়া কাপে সিলেটের আউটার স্টেডিয়ামে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে আজ রবিবার (২ অক্টোবর) মুখোমুখি হয়েছিল মালয়েশিয়া ও পাকিস্তানের মেয়েরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়ে মাত্র ৯ ওভারে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। রানের খাতা খোলার আগেই ওপেনার উইনিফ্রেড ডুরাইজিংগাম আউট হন। দলের ৬ রানে ফেরেন মাশ এলিসা। আরেক ওপেনার ওয়ান জুলিয়া ও মাহিরাহ ইজ্জাতি ইসমাইল দলের হাল ধরার চেষ্টা করেন। তবে দলের ১৯ রানে থামতে হয় জুলিয়াকে। ৮ রানের ব্যবধানে ফেরেন মাহিরাহও।
দলের ব্যাটিং বিপর্যয়ে বাকি ব্যাটারদের কেউই হাল ধরতে পারেননি। বরং মালয়েশিয়ার শেষদিকের চার ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলের সর্বোচ্চ রান আসে এলসা হান্টারের ব্যাট থেকে। তিনি অপরাজিত ২৯ রান করেন। মালয়েশিয়ার ইনিংস গুটিয়ে যায় ৯ উইকেটে ৫৭ রানে।
পাকিস্তানের ওমাইমা সোহাইল ৩ উইকেট লাভ করেন। এছাড়া, তুবা হাসান দুইটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান ডিয়ানা ও সাদিয়া ইকবাল।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিন দুজন মিলে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন। তবে দলের ৪৫ রানে সিদরা ২৩ বলে ৩১ রানে আউট হন। অধিনায়ক বিসমাহ মারুফ আরেক ওপেনার মুনিবাকে সাথে নিয়ে বাকি কাজ সারেন।
মুনিবা ২৩ বলে ২১ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক বিসমাহ শেষ বলে ৪ মেরে ইনিংসের ইতি টানেন। পাকিস্তান মাত্র ৯ ওভারেই মালয়েশিয়ার দেওয়া লক্ষ্যে পৌঁছে যায়। নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটের দাপটের জয় পায় তারা।
দিনের অন্য ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার মেয়েরা।