লকরান টেকর নিয়ে রীতিমতো বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে প্রাচীর গড়েছিলেন হ্যারি টেক্টর। দুজনের জুটিতে বেশ সাবলিলভাবেই এগোচ্ছিল আয়ারল্যান্ড। এরপর তাইজুল টেক্টরকে ফিরিয়ে ভেঙেছেন তাদের প্রতিরোধ। তবে ম্যাকব্রিনকে নিয়ে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে আয়ারল্যান্ডকে লিড এনে দিয়েছেন টেকর।
খালেদ আহমেদের অফ স্টাম্পের বাইরের বলে চার হাঁকিয়ে ফিফটি করেন টেক্টর। এর আগে প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন তিনি। অভিষেক টেস্টের দুই ইনিংসেই পঞ্চাশ ছোঁয়া প্রথম আইরিশ ব্যাটসম্যান তিনি।
তবে ফিফটি করার পর বেশিক্ষণ টিকতে পারেননি টেক্টর। তাইজুলের ফুল লেংথ ডেলিভারি প্যাডেল সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি।
ফেরার আগে টেক্টরের ব্যাট থেকে আসে ১৫৯ বলে ৫৬ রান। এতে করে ভাঙে তাদের ১৪৪ বল স্থায়ী ৭২ রানের জুটি। তবে আয়ারল্যান্ডের আশার প্রদীপ হয়ে এখনও ব্যাটিং করছেন টেকর।
এরপর ফিফটি তুলে নিয়েছেন টেকরও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ছয় উইকেট হারিয়ে ১৫৬ রান। টকার ৬১ ও ম্যাকব্রিন ব্যাটিং করছেন ১২ রানে। আয়ারল্যান্ড লিড নিয়েছে এক রানের ।