বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্রথমদিন ৮৩ রানে পিছিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। বুমরাহ-সিরাজদের তোপের মুখে ৬৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। এদিকে নিজেদের প্রথম ইনিংসে ভারতও খুব বেশি রান করতে পারেনি। ১৫০ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
পার্থের প্রথম দিনটা ছিল বোলারদের দাপট। টস জিতে ব্যাট করতে নেমে প্যাট কামিন্স-জস হ্যাজেলউডদের আগ্রাসনে বিপর্যয়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন নিশিত কুমার রেড্ডি। আটে নামা এই ব্যাটার করেন ৪১ রান। দুই অংকের ঘরে যাওয়া অন্য দুই ব্যাটার হলেন লোকেশ রাহুল (২৬) ও ঋশভ পান্ত (৩৭)।
নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ থাকা বিরাট কোহলি এই ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ৫ রানেই ফিরে যান সাজঘরে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বুমরাহর তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। দলীয় ৫০ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শুরুতেই অধিনায়ক বুমরাহ শিকার হয়ে সাজঘরে ফেরেন নাথান ম্যাকসুইনি (১০), উসমান খাজা (৮) ও স্টিভেন স্মিথ (০)। এরপরে আঘাত হানেন হারসিত রানা। ট্র্যাভিস হেডকে (১১) বোল্ড করে ক্যারিয়ারের প্রথম উইকেট নেন অভিষিক্ত এই পেসার। মিশেল মার্স (৬) ও মার্নাস লাবুসানেকে (২) আউট করে উইকেট উৎসবে যোগ দেন মোহাম্মদ সিরাজও। প্যাট কামিন্সকে ঋশভ পান্তের গ্লাভসবন্দী করে দিনের শেষ উইকেটটি তুলে নেন বুমরাহ।