• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
এশিয়ান গেমস

আর্চারিতে দলগত ইভেন্টের শুধু রোমানরা কোয়ার্টারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০২:২৪ পিএম
আর্চারিতে দলগত ইভেন্টের শুধু রোমানরা কোয়ার্টারে
বাংলাদেশ আর্চার রোমান সানা। ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে সোমবারের (২ অক্টোবর) সকালটা ভালো যায়নি বাংলাদেশের আর্চারদের। এদিন রোমান সানা, দিয়া সিদ্দিকীরা আর্চারি ইভেন্টে হতাশ করেছেন। দলীয় ছয় ইভেন্টের মধ্যে পাঁচ ইভেন্টেই প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। শুধু পুরুষ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রোমান, রুবেল ও সাগর।

দেশসেরা আর্চার রোমান সানা রোববার (১ অক্টোবর) র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে ছিলেন না। তাই গেমসের নিয়মানুযায়ী ব্যক্তিগত ইভেন্টে খেলতে পারছেন না তিনি। শীর্ষে না থাকায় স্বাভাবিকভাবে মিশ্র বিভাগেও নেই এই দেশসেরা আর্চার। তাই তার একমাত্র রিকার্ভ দলীয় ইভেন্টই ভরসা। এই ইভেন্টে অবশ্য হতাশ করেননি। বাংলাদেশকে কোয়ার্টারে তুলেছেন রোমান, রুবেল ও সাগর। এই জয়ও এসেছে অনেক প্রতিক্ষার পর।

নির্ধারিত চার সেটে সমান ৪-৪ সেট পয়েন্ট ছিল। শুট অফে বাংলাদেশের তিন আর্চার রোমান সানা, সাগর ও রুবেল ত্রিশের মধ্যে ২৮ স্কোর করেন। ভিয়েতনামের আর্চাররা ২৫ করায় বাংলাদেশ রিকার্ভ পুরুষে কোয়ার্টার ফাইনালে উঠে। মঙ্গলবার (৩ অক্টোবর) কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে খেলবেন রোমানরা।

রিকার্ভ পুরুষ দলগত ছাড়া বাকি পাঁচ দলগত ইভেন্টেই ব্যর্থতার গল্প। রিকার্ভ মিশ্র ইভেন্টে দিয়া সিদ্দিকী ও সাগর ইসলাম ৫-৩ সেট পয়েন্টে হারেন। প্রথম সেটটি ৩৪-৩৭ পয়েন্টে জাপানিজ জুটি জেতে। এরপরের সেটটি ৩৫-৩৫ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেটটি দিয়া ও সাগর ৩৭-৩১ পয়েন্টে জিতে ম্যাচ জয়ের সম্ভাবনা তৈরি করেন। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ সেটে দিয়া ও সাগর পরাজিত হওয়ায় এই ইভেন্ট থেকে বাংলাদেশের বিদায় হয়।

রিকার্ভ মিশ্রের চেয়ে কম্পাউন্ড মিশ্রের বিদায়টি অবশ্য বেশ কষ্টকর। বন্যা আক্তার ও মোহাম্মদ আশিকুজ্জামান জুটি প্রথম তিন সেটে ১১৬-১১৪ পয়েন্টে এগিয়ে ছিলেন। চতুর্থ ও শেষ সেটে ছিটকে যান তারা। শেষ সেটে ভিয়েতনামের দুই আরচ্যার সম্পূর্ণ ৪০ স্কোর করেন। বাংলাদেশের বন্যা ও আশিক ৩৮ করলেও টাই হতো। তারা ৩৭ করায় ১৫৩-১৫৪ স্কোরে পরাজিত হন।

কম্পাউন্ড পুরুষ দলগতে প্রথম তিন রাউন্ড সমান পয়েন্ট থাকলেও শেষ রাউন্ডে দুই পয়েন্টে পিছিয়ে পড়ায় মালয়েশিয়ান জুটির কাছে ২৩১-২২৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আশিকুজ্জামান, মিঠু ও সোহেল রানা।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের মতো নারী দলগত ইভেন্টেও বিদায় নিয়েছে বাংলাদেশ। বন্যা আক্তার, শ্যামলী ও পুষ্পিতা জামানকে নিয়ে গঠিত কম্পাউন্ড নারী দল প্রথম দুই সেটেই দশ পয়েন্টে পিছিয়ে পড়ে। তৃতীয় সেটে তিন পয়েন্টের ব্যবধানে জিতলেও চতুর্থ সেটে ৫৪-৫৪ পয়েন্টে ড্র হওয়ায় এই দলগত ইভেন্টেও প্রি কোয়ার্টার থেকে বিদায় বাংলাদেশের।

নারী রিকার্ভ দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৫-১ সেট পয়েন্টে হেরেছেন দিয়া-নিশো ও শিমু। প্রথম দুই সেট পরাজয়ে হার অনেকটাই নিশ্চিত হয়। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে জয়ের বিকল্প ছিল না। তৃতীয় সেট ৫৭-৫৭ পয়েন্টে ড্র হওয়ায় বাংলাদেশ এই ইভেন্ট থেকেও বিদায় নেয়।

সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে দলগত ইভেন্টের খেলাগুলো। দুপুর ও বিকেলে অনুষ্ঠিত হবে কম্পাউন্ড ও রিকার্ভ বিভাগের ব্যক্তিগত ম্যাচগুলো। কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগতে বাংলাদেশের আশিক ও সোহেল মুখোমুখি হবেন ফলে এই বিভাগে বাংলাদেশের একজন প্রতিযোগি পরবর্তী স্তরে খেলা নিশ্চিত।

Link copied!