গুঞ্জন ছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে আর দেখা যাবে না সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সব গুঞ্জনকে মিথ্যা বানিয়ে রবিন রাউন্ড লিগে নিজেদের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছেন মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির একাদশে ফেরার দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। হোম অফ ক্রিকেটে নামে পরিচিত এই স্টেডিয়াম বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রথম ভেন্যু হিসেবে আয়োজন করেছে ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে অংশ নিয়েছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স।
এর আগে প্রথম ভেন্যু হিসেবে ২০০ ও ৩০০তম টি-টোয়েন্টি ম্যাচও আয়োজন করেছে শেরে-ই-বাংলা। চলতি বিপিএলে আরও একটি নতুন মাইলফলক স্পর্শ করলো হোম অফ ক্রিকেট।
বিপিএলের রবিন রাউন্ড লিগের বাকি থাকা ম্যাচগুলো এখন শুধুই নিয়মরক্ষার। বেশ আগেই প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।