• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি থেকে বিরতি নিয়ে অলিম্পিকে পদক জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৬:২৮ পিএম
রাজনীতি থেকে বিরতি নিয়ে অলিম্পিকে পদক জয়
ঝান বেলেনিউক। ছবি : সংগৃহীত

রাজনীতি থেকে সাময়িক বিরতি নেন অলিম্পিকের জন্য। টানা তৃতীয় অলিম্পিকে পদক জেতার পর রাজনীতিতে ফেরার লক্ষ্যে এবার খেলা থেকে অবসর ঘোষণা করলেন ইউক্রেনের কুস্তিগির ঝান বেলেনিউক।

প্যারিস অলিম্পিকে ৮৫ কেজি গ্রেকো রোমন কুস্তিতে ব্রোঞ্জ জিতেছেন বেলেনিউক। ৩৩ বছরের কুস্তিগির ব্রোঞ্জ পদকের ম্যাচে ৩-১ ব্যবধানে হারান পোল্যান্ডের প্রতিপক্ষকে। বেলেনিউক সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। ইউক্রেনের আইনসভার সদস্য। ২০১৯ সালে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ইউক্রেনের সংসদ সদস্য হন। সে দেশের পিপলস পলিটিক্যাল পার্টির সাংসদ বেলেনিউক।

পেশাদার কুস্তিগির হিসাবে ইউক্রেনে জনপ্রিয় বেলেনিউক। সেই জনপ্রিয়তা নির্বাচনেও তার সহায়ক হয়েছিল। রাজনীতিতে যোগ দিলেও কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন।

বেলেনিউক বলেন, ‘খুব খুশি অলিম্পিকে পদক পেয়ে। ইউক্রেনের একজন নাগরিক, এক জন খেলোয়াড় হিসাবে আমার কাছে দেশের ভবিষ্যৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা কেউই ভবিষ্যৎ জানি না। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। উইক্রেনের অভিষ্যতের কথা ভেবেই রাজনীতিতে যোগ দিয়েছি। এবার মন দিয়ে সেই কাজ করতে চাই।’

১৯৯১ সালে জন্ম বেলেনিউকের। মাত্র নয় বছর বয়সে শুরু করেন কুস্তি। আন্তর্জাতিক স্তরে বেশ কিছু সাফল্য রয়েছে তার। রিও অলিম্পিকে রৌপ্য পেয়েছিলেন। গত টোকিও অলিম্পিকে জিতেছিলেন সোনা।

Link copied!