অলিম্পিক চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের নারী তারকা অ্যাথলেট সিফান হাসান চলতি বছরের লন্ডন ম্যারাথনে ফিরছেন বলে জানা গেছে। চার বারের অলিম্পিক এবং প্যারালিম্পিক ম্যারাথন চ্যাম্পিয়ন হাসান এপ্রিল মাসে যুক্তরাজ্যের রাজধানীতে অনুষ্ঠেয় ম্যারাথনে অংশ নেবেন।
ডাচ অ্যাথলিট হাসান ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে ২৬.২ মাইলের ম্যারাথন, ৫০০০ মিটার ও ১০০০০ মিটার দৌড়ে সোনা জিতে এক অনন্য রেকর্ড গড়েন। প্রথম মহিলা হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন হাসান।
৩২ বছর বয়সী হাসান এর আগে ২০২৩ সালের লন্ডন ম্যারাথনের পর শিকাগো ম্যারাথনও জিতেছিলেন। তবে তিনি গত বছর লন্ডন ম্যারাথনে অংশ নেননি।
হাসান বলেন, ‘লন্ডন ম্যারাথনে ফিরে আসাটা বিশেষ গৌরবের। এখানেই আমি আমার প্রথম ম্যারাথন দৌডড়ে অংশ নিয়েছিলাম এবং এই অবিশ্বাস্য সাফল্য দিয়ে আমার ম্যারাথন যাত্রা শুরু করেছিলাম।’
তিনি বলেন, ‘লন্ডনও সেই জায়গা যেখানে আমি ধৈর্য ধরতে শিখেছি, নিজের উপর আস্থা রাখতে এবং অসম্ভব মনে হলেও চেষ্টা চালিয়ে যেতে শিখেছি। এটা এমন একটি জায়গা যেখানে আমি শুধু একজন ক্রীড়াবিদ হিসেবে নয়, একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছি।’
হাসানের সাথে লন্ডনে যোগ দেবেন ইথিওপিয়ার অলিম্পিক পুরুষ চ্যাম্পিয়ন তামিরাত টোলা এবং প্যারালিম্পিক চ্যাম্পিয়ন ক্যাথরিন ডেব্রুনার ও মার্সেল হাগ। লন্ডন ম্যারাথন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল।
হাসান বলেন, ‘আমি মনে করি না আমি সর্বশ্রেষ্ঠ। কারণ, যদি আমি এটা মনে করি, তাহলে আমি উন্নতি করতে পারবো না।’
হাসান আরও বলেন, ‘চলতি বছরে আমি চারটি ম্যারাথনে দৌড়াতে চাই এবং দেখতে চাই আমি কতদূর যেতে পারি।’