• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার মোস্তাফিজের পাশে সুজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০১:৪১ পিএম
এবার মোস্তাফিজের পাশে সুজন
মোস্তাফিজুর রহমান ও খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

ভারতের চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সময়টা খারাপ কাটেনি মোস্তাফিজুর রহমানের। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকের দৌড়ে আছেন টাইগার এই পেসার।

তবে সর্বশেষ ম্যাচে নায়ক বনে যাওয়ার দারুণ সুযোগ মোস্তাফিজ। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লাখনৌ সুপার জায়ান্টসের। তবে মাত্র ৩ বলেই সেই রান দিয়ে দেন মোস্তাফিজ। এতে সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও নিজের এমন খারাপ সময়ে পাশে পাচ্ছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজনকে।

মোস্তাফিজকে নিয়ে বুধবার গণমাধ্যমে সুজন বলেন, ‘খেলোয়াড় বাদ দেন সাধারণ মানুষের জীবনেই উত্থান-পতন থাকে। এটা খুবই স্বাভাবিক ঘটনা। মোস্তাফিজ একজন প্রমাণিত আন্তর্জাতিক খেলোয়াড়। ভালো করবে খারাপ করবে এ রকম সময় আসবেই। তাকে আমাদের সমর্থন করতে হবে। মোস্তাফিজ একাই যদি ম্যাচ জেতায়, তাহলে তো বাংলাদেশের আর কোনো পেসারের দরকার ছিল না, মোস্তাফিজ খেললেই হতো।’

চেন্নাইয়ের এমন হারে মোস্তাফিজকে দোষ দেওয়ার কিছু নেই দাবি সুজনের, ‘অবশ্যই দল হিসেবে খেললে একদিন মোস্তাফিজের খারাপ দিন যাবে কিংবা তাসকিন-শরিফুলের যাবে। কিন্তু দল হিসেবে যখন আমরা ম্যাচ জিতব তখন ওই খারাপটাকে খারাপ বলা যাবে না। মোস্তাফিজকে সবাই দোষ দিলেও আমি কোনোভাবেই দেই না। এটা খেলার অংশ। তখন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টয়নিস যেভাবে মারছিল স্বাভাবিকভাবেই তখন যে কোনো বোলারের ক্ষেত্রেই সেটা ঘটতে পারত।’

মোস্তাফিজকে পরামর্শ দিয়ে সুজন বলেন, ‘মোস্তাফিজ যে ম্যাচগুলো জিতিয়েছে, সে সব দারুণ ছিল সেটাও মানতে হবে। সে রকম খেলোয়াড়দের ভালো-খারাপ দিন থাকবেই। উইকেটের সঙ্গে হয়তো সে মানিয়ে নিতে পারেনি। বলটা হয়তো গ্রিপ করতে পারেনি। এটা হতেই পারে। তবে মোস্তাফিজকে সতর্ক থাকতে হবে। এটা আমার কথা।’

Link copied!