• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
বিপিএল

এবার তার থামা উচিত, মাশরাফিকে নিয়ে তার বাবা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ১২:৪৬ এএম
এবার তার থামা উচিত, মাশরাফিকে নিয়ে তার বাবা
ছবি: সংগ্রহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নেই দুই বছরের বেশি। ঘরোয়া ক্রিকেটেও তার দেখা মেলে বছরে দু-একবার। বয়স চল্লিশের কোটায়, তবু খেলে চলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার মাশরাফির বাবা বলছেন, থামার সময় হয়েছে তার ছেলের।

চলতি বিপিএলে মাশরাফির অধিনায়কত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সিলেট স্ট্রাইকার্স। আসরে এখন পর্যন্ত অপরাজিত দল তারাই। মঙ্গলবার (১অ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সহজ জয় পেয়েছে তারা।

তবে ম্যাচ শেষে মাশরাফির বাবা গোলাম মুর্তজা বলছেন, এবারের বিপিএল শেষেই ক্রিকেটকে বিদায় বলা উচিত মাশরাফির। মাশরাফির পায়ের অবস্থা বিবেচনা করেই এখন থামতে বললেন তিনি।

মাশরাফির বাবা বলেন, “আপনারাও দেখছেন তার (মাশরাফি) পায়ের কি অবস্থা। আজকেও মাঠে সে খুড়িয়ে খুড়িয়ে বল করছে। এভাবে ক্রিকেট খেলা সম্ভব না। এভাবে কতদিন সম্ভব। আমি মনে করি এটা শেষ হওয়া উচিত (চলতি বিপিএলের পর)। পায়ের যে অবস্থা, বয়স হয়েছে এটা তো আর গায়ের জোড়ের বিষয় না।”

তবে অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান গোলাম মুর্তজা। এরপর অবশ্য অবসরের বিষয় মাশরাফির কাছেই ছেড়ে দিলেন তিনি।

“এ বিষয়ে (অবসর) তার সঙ্গে কোনো কথা হয়নি। তার যতদিন মনের সাহস আছে (ততদিন খেলবে)। সে ভালোই বোঝে সবকিছু, কোনটা কখন সম্ভব আর সম্ভব না। অতএব আমার বলে দেওয়ার কিছু নেই” যোগ করেন মাশরাফির বাবা।

Link copied!