বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নামী-দামী বিদেশি নেই এমন হাহাকার পুরাতন না। বিগত কয়েক বছর ধরেই মানসম্মত বিদেশি ক্রিকেটারদের সংকটে ভুগছে বাংলাদেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ লিগটি। চলমান আসরেও বেশিরভাগ দলেই আছে মানসম্মত বিদেশি খেলোয়াড়ের সংকট। তবে সেই সংকট কিছুটা প্রকট দুর্বার রাজশাহীর জন্য। বিশেষ করে বোলিং আক্রমণ একেবারেই হতাশ করেছে ভক্তদের।
বোলিং বিভাগের শক্তি বাড়াতেই কি না এবার বিদেশি এক ক্রিকেটারকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। প্রচলিত নামটা অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আছে গত দুদিন ধরেই। কামিন্স আসছেন রাজশাহীতে। তবে প্যাট কামিন্স না, এসেছেন মিগুয়েল কামিন্স।
কে এই মিগুয়েল কামিন্স, সেই পরিচয় পেতে চাইলে যেতে হবে অনেকটা দিন আগে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে।
সবশেষ খেলেছেন ভাইটালিটি ব্লাস্টে। অভিজ্ঞতা আছে সিপিএলে খেলার। তবে কোনো জায়গাতেই খুব একটা স্থায়ী ছাপ রাখতে পারেননি এই পেসার। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ফেলা দুর্বার রাজশাহীর পরের ৪ ম্যাচ চট্টগ্রামের মাঠে। এখন পর্যন্ত ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে কিছুটা বিপাকেই আছে আনামুল হক বিজয়ের দল। নতুনভাবে দলে আসা মিগুয়েল কামিন্স এই দলের চিত্র কতটা বদলাতে পারেন, সেটাই এখন দেখবার বিষয়।
যদিও বিদেশি ক্রিকেটারদের নিয়ে খানিক হতাশাই আছে দুর্বার রাজশাহীর ভক্তদের মাঝে। রাজশাহীর পাকিস্তানি তারকা সাদ নাসিম শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২১ সালে। ওপেনার মোহাম্মদ হারিসও খুঁজছেন জাতীয় দলের দরজা। এমন অবস্থায় মিগুয়েল কামিন্সের মতো ক্রিকেটারকে দলে ভিড়িয়ে খানিক অসন্তোষই যেন বাড়ালো দলটি।