• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৫৫ বছর পর আনফিল্ডে নটিংহ্যাম হারাল লিভারপুলকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৭:৩৭ এএম
৫৫ বছর পর আনফিল্ডে নটিংহ্যাম হারাল লিভারপুলকে
গোলের দেখাই পেলেন না লিভারপুলের সালাহ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ৫৫ বছর পর লিভারপুল দল নিজেদের মাঠ আনফিল্ডে হারলো নটিংহ্যাম ফরেস্টের কাছে। 

শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক ম্যাচে নটিংহ্যাম ১-০ গোলে লিভারপুলকে পরাজিত করে। ম্যাচের ৭২ মিনিটের সময় জয়সূচক গোলটি করেন নটিংহ্যামের হাডসন ওডোই। 

মোহাম্মদ সালাহ লিভারপুলের পক্ষে মাঠে নেমে গোলের দেখা পান না, এমন ঘটনা খুব কমই। অথচ, সেই সালাহ এই ম্যাচে গোলের সুযোগ নষ্ট করেন একাধিকবার। শেষ পর্যন্ত পেলেন না জালের দেখা। 

নটিংহ্যাম তিন ম্যাচে পেল প্রথম জয়। আর লিভারপুল টানা তিন জয়ের পর প্রথম হারের মুখ দেখলো। পয়েন্ট তালিকায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যানচেস্টার সিটি ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। 

এদিকে, জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ৩-০ গোলের সহজ ব্যবধানে সাউদাম্পটনকে পরাজিত করে।  গোল তিনটি করেন ডি লিট, রাশফোর্ড ও নাচকালো। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর ম্যানইউ‍‍`র শেষ গোলটি আসে ইনজুরি সময়ে।

Link copied!