• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্যারিসে নেই ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন রোজাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০৬:২৭ পিএম
প্যারিসে নেই ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন রোজাস
ইউলিমার রোজাস। ছবি : সংগৃহীত

অলিম্পিক ট্রিপল জাম্প চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার ইউলিমার রোজাসের জন্য একটি বড় ধরনের খারাপ খবর। অ্যাকিলিস টেন্ডন ইনজুরির কারণে চলতি বছরের আসন্ন প্যারিস অলিম্পিক গেমস থেকে বাদ পড়েছেন রোজাস।

ভেনেজুয়েলার ২৮ বছর বয়সী এই খ্যাতিমান নারী অ্যাথলেট স্পেনে একটি প্রশিক্ষণ সেশনের সময় ইনজুরিতে পড়েন। পরে তােকে মাদ্রিদের একটি হাসপাতালে নেওয়া নহয় এবং তার দেহে অস্ত্রোপচার করা হয়।

বর্তমানে বিশ্ব রেকর্ডধারী রোজাস ২০১৬ সালের রিও অলিম্পিকে রৌপ্যপদক জিতলেও, ২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসে সোনা জিতেছিলেন। তিনি চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বিরল কৃতিত্ব দেখান। ২০১৭, ২০১৯, ২০২২ ও ২০২৩ সালে বিশ্ব শিরোপা জেতেন।

প্যারিসে খেলতে পারবেন বলে রোজােস খুবই হতাশ। তিনি বলেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে এবং আমি অনেক দুঃখ নিয়ে বলতে চাচ্ছি যে, প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারব না।’ 

Link copied!