• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবাহনী ও মোহামেডান লড়াইয়ে কেউ জেতেনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৮:২০ পিএম
আবাহনী ও মোহামেডান লড়াইয়ে কেউ জেতেনি
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আবাহনী ও মোহামেডানের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের দুই জনপ্রিয় ও চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী এবং মোহামেডানের হকি ম্যাচ অনেক ঘটনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। একটি ফাউলকে কেন্দ্র করে ম্যাচের শেষ ৫৮ সেকেন্ডের খেলা শুরু হয় ৩৫ মিনিট পর। সবমিলিয়ে ১৫ মিনিট করে চার কোয়ার্টারের সোয়া এক ঘন্টার খেলা হয়েছে প্রায় আড়াই ঘন্টায়। 

মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে হকি লিগের এই ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী (১-০)। ৩৩ মিনিটে মোহামেডানের আমিরুল ইসলাম গোল করলে সমতা আসে (১-১)। 

এরপরই মূলত জয়ের জন্য মরিয়া হয়ে উঠেন দুই দলের খেলোয়াড়রা। তাই দুই দলের খেলোয়াড়রাই জেতার জন্য আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রিভিউতে মেতে উঠেন। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে সাদা কালোদের একটি গোল হওয়ার আগে আম্পায়ার ফাউলের বাশি দেন। এ নিয়ে মোহামেডানের খেলোয়াড়রা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে রিভিউতে তা বাতিল হয়। খেলা বন্ধ থাকে ১০ মিনিট। 

ম্যাচ শেষের ৫৮ সেকেন্ড আগে মোহামেডানের করা একটি ফাউলকে কেন্দ্র করে খেলা বন্ধ থাকে ৩০ মিনিট। এরপর খেলা শুরু হলে শেষ সেকেন্ডে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু আম্পায়ার খেলা শেষের বাঁশি দেন। তাতেও আপত্তি জানায় মোহামেডান। খেলা শেষের বাঁশি বাজায় আবাহনীও আপত্তি করে। সেই পেনাল্টি গড়াতে সময় লাগে আরও ১০ মিনিট। ঐ পেনাল্টি কর্ণার থেকে গোল হয়। সেটা আবার ফাউলে বাতিল হয়। 

৯ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ এখন ২৫ পয়েন্ট। টেবিলের শীর্ষ দল তারা। অন্যদিকে ৮ ম্যাচ শেষে মোহামেডানের সংগ্রহ ২০ পয়েন্ট। টেবিলের তিনে অবস্থান দলটির।

 

Link copied!