ঘরের মাঠে পাকিস্তানের জয়শূন্য টেস্ট মৌসুমের পর স্বাভাবিকভাবেই বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নিজেকে কারও কাছে প্রমাণের কিছু নেই বলে জানিয়েছেন বাবর।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন বাবর। ২০২২ সাল থেকে ঘরের মাঠে ব্যাট হাতে তার ধারাবাহিক বাজে পারফরম্যান্সের কারণে টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন কি না, জানতে চাইলে তিনি সাংবাদিককে থামিয়ে দেন।
রোববার সংবাদ সম্মেলনে বাবর বলেন, “আমাদের এখন সাদা বলের সিরিজ চলছে এবং টেস্ট ম্যাচ শেষ হয়েছে। তাই এই সিরিজ সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে সে সম্পর্কে প্রশ্ন করুন।”
বাবর অধিনায়কত্বের দায়িত্বের কারণে তার ব্যাটিংয়ে প্রভাব পড়ছে কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, “আমাকে কারও কাছে নিজেকে প্রমাণ করতে হবে না। আমি জানি আমি কেমন করছি। আমার লক্ষ্য কেবল পাকিস্তানের হয়ে ভালো পারফর্ম করা।”