• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬
বিশ্বকাপ বাছাইপর্ব

মেসিহীন আর্জেন্টিনার সহজ জয় দিবালাদের নৈপুণ্যে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ০৫:২৮ পিএম
মেসিহীন আর্জেন্টিনার সহজ জয় দিবালাদের নৈপুণ্যে
পাওলো দিবালা বদলী নেমেই গোল করেন। ছবি: সংগৃহীত

মহাতারকা লিওনেল মেসি ছিলেন না তাতে কি, দলটির নাম তো আর্জেন্টিনা। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের এক খেলায় শুক্রবার সকালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-০ গোলের সহজ জয় পেয়েছে চিলির সঙ্গে। 

ইনজুরির কারণে মেসি দীর্ঘদিন ধরে মাঠে নামছেন না। এতে বেশ ক্ষতিই হচ্ছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির। ধারণা করা হয়েছিল, আর্জেন্টিনা হয়তো মাঠে তার অভাব অনুভব করবেন। কিন্তু তার সতীর্থরা সেই অভাব বুঝতে দিলেন না। 

আর্জেন্টিনার ঘরের মাঠে এই ম্যাচের ৪৮ মিনিটে আলিস্টার প্রথম গোল করেন। ৮৪ মিনিটে আলভারেজ দ্বিতীয় গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন। ৭৯ মিনিটে ১০ নম্বর জার্সি পড়ে মাঠে নামেন পাওলো দিবালা। ইনজুরি সময়ে (৯১ মিনিটে) দলের তৃতীয় গোল করেন দিবালা। 

আর্জেন্টিনা এখন পর্যন্ত ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে শীর্ষে রয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে।

Link copied!