অনেক স্বপ্ন আর আশা নিয়ে এসেছিলেন স্পেনের তারকাসমৃদ্ধ ও সবচেয়ে সফল ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদে। ফ্রান্সের পিএসজিতে থাকাকালে অসংখ্য গোল করলেও লা লিগায় এখনো জালের দেখা মেলেনি ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপের। যদিও মৌসুমের এখনো অনেক সময় বাকি রয়েছে, তারপরও তার কাছে গোল প্রত্যাশা থাকে দর্শকদের। সেটা জাতীয় কিংবা ক্লাব দল যেখানেই হোক। বৃহস্পতিবার রাতে লাস পামাসের বিপক্ষে লা লিগার ম্যাচে রিয়াল ১-২ গোলে ড্র করে। এখানেও গোল পাননি এমবাপে। রিয়াল এ পর্যন্ত লিগে তিন ম্যাচে অংশ নিয়ে দুটিতেই ড্র করেছে। একটি ম্যাচে জয়লাভ করেছে তারা। পুরো নয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। লাস পামাসের বিপক্ষে ৫ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। আলবার্তো মোলেইরো করেন গোলটি। এরপর ম্যাচে সমতা আনার জন্য তীব্র লড়াই করতে হয় রিয়ালকে। ৬৯ মিনিটে পেনাল্টি না পেলে হেরেও যেতে পারতো রিয়াল। ভাগ্যক্রমে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রিয়ালের পক্ষে সমতা আনেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিন ম্যাচে গোল পেলেন না এমবাপে। ফলে গোল না পাওয়ার এক ধরনের হ্যাটট্রিক করেছেন এমবাপে। তাতে রিয়াল ভক্তরাও নিশ্চয়ই অখুশি।