বিশ্বের অন্যতম জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট ভাবা হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল)। কিন্তু বিপিএলের সেই ইমেজকে নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে। ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া নিয়ে বিভিন্ন দলের কর্মকর্তারা গড়িমসি করেন। অথচ, বিসিবির আগের কমিটির মতো বর্তমান কমিটিও এসব দেখেও না দেখার ভান করছেন। ফলে বিপিএলের ওপর বিশ্বাস-আস্থা নষ্ট হতে চলেছে খেলোয়াড়দের। বিশেষ করে বিদেশি খেলোয়াড়রাই বিমুখ হচ্ছেন খেলা প্রতি।
রোববার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর সঙ্গে খেলা চলছে রংপুর রাইডার্স দলের। পারিশ্রমিকের টাকা পাননি বলে দলের বিদেশি ক্রিকেটাররা ম্যাচে খেলবেন না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। দলের সঙ্গে হোটেল থেকে মাঠেও আসেননি তারা। তবে বিপিএলের বাইলজ অনুযায়ী একটি ম্যাচে একটি দলের হয়ে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। সঙ্গে বাধ্যবাধকতা, সর্বনিম্ন দুজন বিদেশি এক ম্যাচে খেলাতেই হবে।
তবে টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় এই ম্যাচটা কোনো বিদেশি ছাড়াই খেলতে নেমেছে রাজশাহী। স্কোরারদের কাছে পাঠানো খেলোয়াড় তালিকায় দেখা গেছে, একাদশ সাজানো হয়েছে শুধু স্থানীয় খেলোয়াড়দের নিয়ে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান রকিবুল হাসান বলেছেন, ‘রাজশাহী জানিয়েছে, বিদেশি খেলোয়াড় নিয়ে তারা একটু সমস্যায় আছে। সমস্যাটা কি তা বলেনি। তারা আবেদন জানিয়েছে, এই ম্যাচটা তারা বিদেশি খেলোয়াড় ছাড়া খেলতে চায়। বিশেষ বিবেচনায় আমরা তাদের সে অনুমতি দিয়েছি। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে টেকনিক্যাল কমিটির সে এখতিয়ার আছে।’
এর আগে হোটেলও বদলাতে হয়েছে রাজশাহী দলকে। চট্টগ্রামের মতো ঢাকায় তারা যে হোটেলে ছিল, সেখানেও নাকি বকেয়া পরিশোধে সমস্যা হচ্ছিল ফ্র্যাঞ্চাইজির। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের মালিকানাধীন অন্য একটি হোটেলে থাকতে বলে রাজশাহী দলকে। সে হোটেলও আবার বর্তমানে চালু অবস্থায় নেই। সংস্কার কাজ চলছে সেখানে।