• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৬

বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক নাইজেরিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০২:৪২ পিএম
বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক নাইজেরিয়ার
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর উচ্ছ্বাস নাইজেরিয়া দলের। ছবি : সংগৃহীত

অভিষেকেই ছোটদের বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেছে একেবারেই দূর্বল দল নাইজেরিয়া। সোমবার অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দু’রানে জিতে ইতিহাস গড়েছে পশ্চিম এশিয়ার দেশটি।

প্রথমে ব্যাট করে নাইজেরিয়া ১৩ ওভারে ছয় উইকেটে ৬৫ রান তোলে। জবাবে ৬৩ রানেই থেমে যায় নিউজিল্যান্ড। জয়ের জন্য শেষ ওভারে নিউজিল্যান্ডের দরকার ছিল নয় রান। দুর্দান্ত বোলিং করে নাইজেরিয়ার হয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন লিলিয়ান উদে। আর সেই ঐতিহাসিক জয়ের পরে বাঁধনহীন উচ্ছ্বাসে ভেঙে পড়েন নাইজেরিয়ার ক্রিকেটাররা।

অন্যদিকে আয়ারল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছে যুক্তরাষ্ট্র। আজ প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারে ৭৫ রানেই অল-আউট হয়ে যায় আয়ারল্যান্ড। রীতু সিং (আট রানে দু‍‍`উইকেট) এবং ইসানি ভাঘেলার (১০ রানে তিন উইকেট) দাপটে আইরিশরা দাঁড়াতেই পারেননি।

জবাবে ৯.৪ ওভারে এক উইকেট হারিয়ে ম্যাচটা জিতে যায় যুক্তরাষ্ট্র। প্রথম উইকেটেই ৭৫ রানের জুটি হয়। জয়ের জন্য এক রান বাকি থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র প্রথম উইকেট হারায়। তারপর সেই জয়টা ছিনিয়ে আনেন ইসানি।

Link copied!