• ঢাকা
  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

হেরে ব্যাটারদের দায় দেখলেন নিগার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:৪৪ পিএম
হেরে ব্যাটারদের দায় দেখলেন নিগার

রোববার (১২ ফেব্রুয়ারি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের মেয়েরা হেরেছে সাত উইকেটের ব্যবধানে। অন্যদিকে চলতি আসরে এ নিয়ে টানা দুই জয় পেয়েছে শ্রীলঙ্কা।

প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ১২৬ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। তবে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় শ্রীলঙ্কা।

এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের এই হারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দায় দিয়েছেন ব্যাটিং ব্যর্থতা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুখোমুখি হন টাইগ্রেস অধিনায়ক।

তিনি বলেন,  “আমার মনে হয় আমাদের রানের ঘাটতি ছিল ১৫-২০ রানের মতো। এখানে যে ধরনের উইকেট তাতে অন্তত ১৪০ রানের বেশি করতে পারলে জয়ের আশা করা যায়। কারণ, শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু আমাদের ঘাটতি ছিল। যার মূল্য দিতে হয়েছে।"

Link copied!