• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ব্রাজিলের জার্সিতে এ বছর খেলা হচ্ছে না নেইমারের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৬:৩৮ পিএম
ব্রাজিলের জার্সিতে এ বছর খেলা হচ্ছে না নেইমারের
নেইমার। ছবি: সংগৃহীত

ইনজুরি থেকে এক বছরেরও বেশি সময় পর মাঠে ফিরেছেন ব্রাজিল তারকা নেইমার। তবে সেটা সৌদি ফুটবল ক্লাব আল-হিলালের হয়ে। তাদের হয়ে পুরো ম্যাচ খেলতে পারলে জাতীয় দলে ফেরাও নিশ্চিত হতো এই তারকার।  কিন্তু ব্রাজিল সমর্থকদের সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে। ২০২৫ সালের আগে ব্রাজিলের জার্সি গায়ে তুলতে পারছেন না নেইমার।

আগামী মাসে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যার জন্য ১ নভেম্বর তাদের দল ঘোষণা করার কথা কোচ দরিভাল জুনিয়রের। একইসঙ্গে সেলেসাও শিবির অপেক্ষায় ছিল নেইমারের মাঠে নেমে পুরো ম্যাচ খেলা দেখতে। যদিও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গত ২১ অক্টোবর আল আইনের বিপক্ষে ৭৭ মিনিটে মাঠে নামলেন আল-হিলালের জার্সিতে। ম্যাচে তার কোনো গোল কিংবা অ্যাসিস্ট না থাকলেও ৫-৪ গোলে বড় জয় পায় নেইমারের দল।

আল হিলালের হয়ে পরবর্তী ম্যাচে তিনি মাঠে নামবেন ৫ নভেম্বর। অর্থাৎ, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে আর নেইমারের খেলা দেখার সুযোগ নেই ব্রাজিল টিম ম্যানেজমেন্টের। যা নিয়ে নেইমার এবং ব্রাজিল দল উভয়পক্ষ আলোচনায় বসেছিল। সেখানেই সিদ্ধান্ত হয়– ২০২৫ সালের আগে নেইমার জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন না। সব ঠিক থাকলে তিনি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন আগামী বছরের মার্চে। ওই সময়ের মধ্যে নেইমার পুরোনো ছন্দে পুরোপুরি ফিরবেন বলে বিশ্বাস ব্রাজিলের।

সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নেইমারের জাতীয় দলের ফেরার বিষয়টি ঠিক সেই সময়ে আলোচিত হচ্ছে, যে উরুগুয়ের বিপক্ষে গত বছরের অক্টোবরেই ইনজুরিতে পড়েন তিনি। উরুগুয়ের বিপক্ষেই ব্রাজিল এবারের নভেম্বর উইন্ডোতে খেলবে। এ ছাড়া আল-হিলালের জন্য চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোও গুরুত্বপূর্ণ।

আল-হিলাল পরিকল্পনা সাজিয়েছে সেলেসাও তারকাকে নিয়ে। জানুয়ারি নাগাদ তার ফিটনেস ও ফর্ম নির্দিষ্ট শেপে আসলে আসন্ন প্রতিযোগিতাগুলোয় তার সার্ভিস পুরোপুরি পাওয়ার লক্ষ্য তাদের। ওই সময় সৌদি প্রো লিগের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হবে নেইমারকে। জানুয়ারির আগে তিনি কেবল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও সৌদি কিংস কাপে কেবল খেলতে পারবেন।

 

Link copied!