• ঢাকা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র ১৪৩০, ১৪ রমজান ১৪৪৬

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া-আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ১২:৩৬ পিএম
বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া-আর্জেন্টিনার বিপক্ষে নেই নেইমার
নেইমার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন নেইমার। তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিককে। কারণটা সেই একই- আবার চোটে পড়েছেন নেইমার।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান। চোট থেকে সেরে উঠে সৌদি ক্লাব আল-হিলালের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। নেইমার ফিরে আসেন ছোটবেলার ক্লাব সান্তোসে। সেখানে এসে প্রথম ৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্টে ফেরেন জাতীয় দলে।

কিন্তু বিপত্তি বাধে ২ মার্চে ম্যাচের সময় পাওয়া চোট। ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমারের পায়ে টান পড়ে। এতে করে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজী হয়নি  ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

শুধু নেইমারই নন, দলে আরও বদল এসেছে বলে জানান কোচ দরিভাল জুনিয়র, ‍‍`দল ঘোষণার পর সব খেলোয়াড়ের খোঁজ রাখা হচ্ছিলো। বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচসেটার সিটির এডারসনের শারীরীক অবস্থায় খবর নেওয়া হয়। পর্যবেক্ষণের পর তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে দলে নেওয়া হয়েছে।‍‍`

২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুকি হবে ব্রাজিল।

Link copied!