• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ত্রিদেশীয় সিরিজ

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১৩৭


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২২, ০১:৪৬ পিএম
ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ ১৩৭

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসানের ফেরার ম্যাচেও খুব বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা। ব্যাটিং ব্যর্থতার সাথে ধীরগতির আউটফিল্ড বাংলাদেশের বড় সংগ্রহ দাঁড় করানোর অন্তরায় ছিল। ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ১৩৮ রান।

রোববার (৯ অক্টোবর) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই অসুবিধায় পড়েছে বাংলাদেশ। ধীরগতির আউট ফিল্ডের রান তুলতে বেশ হিমশিম খেয়েছে টাইগার ব্যাটাররা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে বাজে বোলিং করা মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে দলে ঢুকেছেন শরিফুল ইসলাম। এছাড়াও বাদ পড়েছেন সাব্বির রহমান ও নাসুম আহমেদ। তাদের বদলি যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচগুলোর মতোই রান করতে ব্যর্থ ছিলেন তিনি। মিরাজ ফিরলেও দীর্ঘদিন পর সুযোগ পেয়ে নিজেকে প্রমাণের চেষ্টা করেছেন নাজমুল হোসেন শান্ত। ২৯ বলে ৩৩ রান করে ফেরেন তিনি।

এছাড়াও লিটন দাসের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৫ রান। ধীরগতির আউট ফিল্ডে পুরোটা সময় রান তুলতে ভুগতে হয়েছে বাংলাদেশকে। ইনিংসে মাত্র ১২ বার বল বাউন্ডারি ছাড়া করতে পেরেছেন বাংলাদেশি ব্যাটাররা। যার মধ্যে ছক্কা মাত্র দুইটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে ছন্দে থাকা আফিফের ব্যাট থেকে আসে ২৪ রান। ২৬ বলের এই ইনিংসে একবারও বল সীমানা ছাড়া করতে পারেননি। অধিনায়ক সাকিব আল হাসানও চেষ্টা করেছিলেন দলের রান বাড়াতে। তার ব্যাট থেকে আসে ১৬ রান। তিনিও আটকে গেছেন ধীর গতির আউট ফিল্ডের দুষ্টচক্রে।

সাকিবের বিদায়ের পর হাত খোলার চেষ্টা করেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান। ইনিংসের ১৯তম ওভারে দুই ছক্কায় রানের গতি কিছুটা বাড়াতে পারে বাংলাদেশ। সোহানের ব্যাট থেকে আসে ১২ বলে ২৫ রান। শেষ পর্যন্ত ১৩৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

Link copied!