• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ১১:১৪ এএম
তৃতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড পাত্তা পাইনি স্বাগতিক ইংল্যান্ডের কাছে। তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৭৪ রানের জয় তুলে নিয়েছে কিউিইরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজ বাঁচিয়ে রাখল নিউজিল্যান্ড। চার ম্যাচের সিরিজে যদিও ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

রোববার (৩ সেপ্টেম্বর) আগে ব্যাট করে ৫ উইকেটে ২০২ রান করে ব্লাক ক্যাপসরা। জবাবে ইশ সোদি, কাইল জেমিসনদের নিয়ন্ত্রিত বোলিং তোপের সামনে ১৮ ওভার ৩ বলে ১০ উইকেটে ১২৮ রানে থামে ইংল্যান্ড।

এজবাস্টনে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। কিউইদের ফিন অ্যালেন দারুণ শুরু এনে দেন। এদিন তিনি ৫৩ বলে করেন ৮৩ রান। এরপর টিম সেফার্ট করেন ১৯ রান। অন্যদিকে গ্লেন ফিলিপস ব্যাটিংয়ে ঝড় তোলেন। এই ব্যাটার ৩৪ বলে ৫ চার ৫ ছক্কায় করেন ৬৯ রান। তার এই ঝোড়ো ইনিংসের কারণেই নিউজিল্যান্ড ৫ উইকেটে ২০৩ রানের পাহাড় সূমহ টার্গেট দাঁড় করায় ইংলিশদের সামনে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ইংল্যান্ডের টপ-অডার ভেঙে যায়। তাদের প্রথম চার ব্যাটার কেউ ১২ রানের উপরে ব্যক্তিগত ইনিংস নিয়ে যেতে পারেননি। দলীয় ৫৫ রানের মধ্যেই প্রথম চার ব্যাটারকে হারায় ইংলিশরা। এরপর জস বাটলারের ৪০ ও মঈন আলীর ২৬ রান ছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত স্বাগতিকরা ১২৮ রানে অল-আউট হয়ে যায়। কিউইদের হয়ে ৩টি করে উইকেট তুলে নেন জেমিসন ও সোদি। ২ উইকেট শিকার করেন টিম সাউদি।

Link copied!