• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউজিল্যান্ড সিরিজ হারের ধাক্কা, আগেভাগেই অস্ট্রেলিয়ায় খেলোয়াড় পাঠাচ্ছে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০১:৪৫ পিএম
নিউজিল্যান্ড সিরিজ হারের ধাক্কা, আগেভাগেই অস্ট্রেলিয়ায় খেলোয়াড় পাঠাচ্ছে ভারত
লোকেশ রাহুল( বা থেকে দ্বিতীয়) এবং জুরেল (ডান থেকে দ্বিতীয়)। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর হুশ হয়েছে নিজেদের সর্বসেরা ভাবা ভারতীয় ক্রিকেট দলের। ঐ তিন টেস্টে হেরে যাওয়ায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার সম্ভাবনা অনেক কমে গেছে। তারা শীর্ষ স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে পড়েছে। 

অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন বোর্ডার- গাভাস্কার টেস্ট সিরিজে যাতে করে ভালো করা যায়, তার জন্য ভারত তাদের খেলোয়াড়দের আগেই সে দেশে পাঠানো শুরু করেছে। 

অভিমূন্য ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণ ও নীতীশ কুমার রেড্ডি আগে থেকেই রয়েছেন অস্ট্রেলিয়ায়। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন লোকেশ রাহুল ও জুরেল। সেখানে দুই দেশের ‍‍‘এ‍‍’ দলের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।  তারা সকলেই অস্ট্রেলিয়া ‍‍‘এ‍‍’ দলের বিপক্ষে খেলবেন।

Link copied!