দেশের বাইরে সিরিজ হলেই ব্যাট হাসা বন্ধ করে দিয়েছিল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের। অবস্থা এতটাই বেগতিক ছিল যে, অধিনায়কত্বটাও তার কাছে অতি ভারী দায়িত্ব মনে হচ্ছিল। ফলে অধিনায়কত্ব ছেড়েই দিলেন তিনি।
ভারমুক্ত হয়ে প্রথম সিরিজেই ব্যাট হাতে দুর্দান্ত উইলিয়ামসনের দেখা মিললো। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন।
এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে পাঁচবার ডাবল সেঞ্চুরি করলেন, যেটা এখন নিউজিল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ। এর আগে রেকর্ড দখলে ছিল দেশটির সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামের।
কেনের ডাবল সেঞ্চুরির সঙ্গে টম ল্যাথামের সেঞ্চুরি ও কনওয়ে-সোধির হাফসেঞ্চুরিতে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে ৬১২ রানে ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।
চতুর্থ দিনের শেষ ভাগে ব্যাটিং করতে নেমে ৭৭ রান তুলতে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান। একদিন বাকি থাকতে চলতি টেস্টে নিউজিল্যান্ডই এখন চালকের আসনে।
শেষদিনে পাকিস্তান গুটিয়ে গেলেই জয় পেতে পারে নিউজিল্যান্ড। তবে অন্যদিকে ৯৭ রানে পিছিয়ে থাকা পাকিস্তান অবশ্য শেষদিন ব্যাটিং করেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে।