হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কার। শনিবার চলতি অস্ট্রেলিয়ান ওপেন টেনিস আসরের ফাইনালে গত দুই বারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস।
এটা ছিল কিসের ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম শিরোপা। অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানী কিস আন্ডারডগ হিসেবে ফাইনালে উঠলেও সাবালেঙ্কা ছিলেন দ্বিতীয় বাছাই নারী খেলোয়াড়।
মেলবোর্নের রড লেভার এরিনায় ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ২৫ বছর বয়সী সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬ ও ৭-৫ সেটে পরাজিত করেন ২৯ বছর বয়সী কিস।
কিস ফাইনালে উঠার পথে শীর্ষ বাছাই ইগা সুয়াতেককে পরাজিত করেন। ফলে ২০০৯ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে বিশ্বের শীর্ষ দুই খেলোয়াড়কে হারানোর নজির গড়লেন কিস।