নারী এককের মতো পুরুষ এককেও নতুন চ্যাম্পিয়ন পেল চলতি ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট। রানীর পর রাজাও নতুন। রোববার রাতের ফাইনালে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিজকে হারিয়ে শিরোপা জিতলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইতালির জানিক সিনার।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সিনার জেতেন সরাসরি ৬-৩, ৬-৪ ও ৭-৫ সেটে। ক্যারিয়ারে এই প্রথম তিনি ইউএস ওপেনের শিরোপা জিতলেন। এরআগে সিনার সেমিফাইনালে সরাসরি ৭-৫, ৭-৬ ও ৬-২ সেটে ব্রিটেনের জ্যাক ড্রাপারকে হারিয়ে দেন। আর ফ্রিজ তার সেমিফাইনালে স্বদেশী ফ্রান্সিস টিয়াফিকে পরাজিত করেন ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪ ও ৬-১ সেটে।
২৬ বছর বয়সী ফ্রিজ ১৫ বছর পর প্রথম কোন মার্কিন খেলোয়াড় হিসেবে একটি গ্রান্ড স্লামের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পেলেন না। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের এন্ডি রডিক ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন।
২৩ বছর বয়সী সিনার তার ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয় বারের মতো গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন। তার প্রথম শিরোপা ছিল৷ চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনে। আর একটি বিষয়ে ইতিহাস সৃষ্টি করেছেন সিনার। এই প্রথম কোন ইতালির খেলোয়াড় ইউএস ওপেন জিতলেন।