গত বছর কাতারে ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর প্রথম দেশের জার্সিতে খেলতে নামবে আর্জেন্টিনা। দলীয় সাফল্যের চূড়ায় থাকা আর্জেন্টিনা দল দুটি প্রীতি ম্যাচ খেলবে। দলের কোচ লিওনেল স্কালোনি ম্যাচগুলোর আগে স্কোয়াড ঘোষণা করেছেন।
বিশ্বকাপ জয়ের পর প্রথম প্রীতি ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসি ও তার দলের জার্সি গায়ে থাকবে বিশ্বকাপের ক্রেস্ট। ১৮ ডিসেম্বর, ২০২২ সালে আর্জেন্টিনা তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ের পর এবারই তাদের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও তাদের প্রীতি ম্যাচের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
আর্জেন্টিনার সেরা তারকা মেসি বিশ্বকাপের পরে অবসরের কথা ভেবেছিলেন। তবে তিনি আরও খেলা চালিয়ে যাবেন। যদি তিনি দুটি গোল করেন তবে ৩৫ বছর বয়সী এই তারকার জাতীয় দলের হয়ে ১০০ গোল হবে। যা আর্জেন্টিনার জন্য আরেকটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
পানামা এবং কুরাকাও এর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ স্কালোনি স্কোয়াড ঘোষণা করেছেন। দলে যুক্ত হয়েছেন আলেজান্দ্রো গার্নাচো। তার বাবা-মা স্পেন ও আর্জেন্টিনার নাগরিক হওয়ায় এই খেলোয়াড় কোন দেশে খেলবেন- তা নিয়ে সংশয় ছিল। অবশেষে স্কালোনি ডাকলেন তাকে।
দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা স্কোয়াড:
গোলরক্ষক:
ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি ও এমিলিয়ানো মার্টিনেজ।
রক্ষণভাগ:
হুয়ান ফিওথ, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিউহেন পেরেজ, জার্মান পেজেলা নিকোলাস তাগলিয়াফিকো ও মার্কাস আকুনা।
মধ্যমাঠ:
লাউতারো ব্লাঙ্কো, লিওনার্দো পেরেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, ম্যাক্সিমো পেরোন, এক্সকুয়েল প্যালাসিওস, ফ্যাকুন্ডো বুনানোত্তে, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা ও জিওভানি লো সেলসো।
আক্রমণভাগ:
অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, আলেজান্দ্রো গোমেজ, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ ভ্যালেন্টিন কার্বোনি ও এমিলিয়ানো বুনেদিয়া।