বেশ কয়েক বছর হলো, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ কিংবা তাদের মাটিতে ক্রিকেট খেলা নিয়ে একের পর এক বিতর্ক সৃষ্টি করেই চলেছে ভারত। ফলে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ রয়েছে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি তারা পাকিস্তানের মাটিতে খেলবে না, ফলে ভারতের খেলাগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করে সেটার সমাধান করেছে আইসিসি। এবার তারা অদ্ভুত এক আপত্তি তুলে বিতর্ক সৃষ্টি করতে চাচ্ছে।
৮ দলের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনে। বেশ পানিঘোলা করেই এবারের ট্রফির আয়োজন করছে পাকিস্তান।
ভেন্যু নিয়ে জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে তারা।
সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে। সে হিসেবে হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকস্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে? পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না ভারতীয় কর্তৃপক্ষ। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। ফের একটি তৃতীয় শ্রেনীর নাটক তৈরি করতে চায় ভারত।
গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির কর্মকর্তা। তার কথায়, ‘ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না। আশা করি আইসিসি এমনটা হতে দেবে না। পাকিস্তানের পাশে থাকবে আইসিসি।’
প্রসঙ্গত, দিনকয়েক আগে জানা যায়, পাকিস্তানে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাচ্ছেন না। হয়তো ভারতের অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এমন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন নাটক।