• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬
সাফ চ্যাম্পিয়নশিপ

শিরোপা ধরে রাখার মিশনে নেপাল গেল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ১১:১৯ এএম
শিরোপা ধরে রাখার মিশনে নেপাল গেল বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। সেখানে অনুষ্ঠিত হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। যার বর্তমান শিরোপাধারী বাংলাদেশ। বাংলাদেশের লক্ষ্য শিরোপা ধরে রাখা। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে চ্যাপিয়ন হয়। সেবার ভারতকেও ফাইনালে উঠার পথে পরাজিত করে সাবিনা খাতুনরা। এবার বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ সাফল্য পাওয়ার চেষ্টা করবে। এমনটি দেশ ছাড়ার আগে বলেছেন সাবিনা। বাংলাদেশ,  পাকিস্তান ও ভারত একই গ্রুপে রয়েছে। বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে জয় পেতেই হবে। তাদের হারানোর ব্যাপারেও আশাবাদী সাবিনা। বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেছেন, ‍‍`আমাদের দলটি নতুন- পুরনের সংমিশ্রণে গড়া। আমাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। তবে প্রথম টার্গেট সেমিফাইনালে উঠা।‍‍` বাংলাদেশের যে দলটি নেপাল আরসে অংশ নেবে, সেখানে নতুন রয়েছেন ৯জন। অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নজর কাড়া নৈপূন্য দেখিয়ে তারা জাতীয় দলে সুযোগ পেয়েছেন।  ১৯ অক্টোবর টুর্নামেন্ট শুরু হবে। ২০ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ। ২৭ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর ফাইনাল।

Link copied!