• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ফাইনালে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ নেপাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৯:১৫ পিএম
ফাইনালে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ নেপাল

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেমি-ফাইনাল একপেশে হয়নি। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক নেপাল।

নেপালের কাঠমুণ্ডুতে বসেছিল নারী সাফ চ্যাম্পিয়নশিপের ৬ষ্ঠ আসর। আগের পাঁচ আসরেই শিরোপা বাগিয়ে নিয়েছিল ভারত। সেই ভারতই এবার বিদায় নিয়েছে সেমি-ফাইনাল থেকে। ফলে নতুন চ্যাম্পিয়ন দেখতে যাচ্ছে টুর্নামেন্টটি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় সেমি-ফাইনালে ছিল অতিরিক্ত কাঁদাযুক্ত মাঠে। শুরু থেকেই এই কারণে বেশ বিপাকে ছিল দুই দল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ভারতের জালে বল জড়ান রাজমিত। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সব রকম চেষ্টাই করেছে ভারত। তবে নেপালের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি। ফলে রাজমিতের একমাত্র গোলেই ফাইনাল নিশ্চিত করে নেপাল।

সাফের গুরুত্বপূর্ণ এই ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সালমা আক্তার। তিনি বাংলাদেশের দ্বিতীয় নারী ম্যাচ রেফারি।

১৯ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ। এই ফাইনাল দিয়েই নারী সাফ চ্যাম্পিয়নশিপে নতুন চ্যাম্পিয়ন পাওয়া যাবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!