বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ঢাকা ডমিনেটরস অধিনায়ক নাসির হোসেন। ধারাবাহিকভাবে প্রতি ম্যাচেই বড় ইনিংস আসছে তার ব্যাট থেকে।
সর্বশেষ ২০১৮ সালে নাসিরকে দেখা গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সিতে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে তিনি। এর মধ্যে জাতীয় দলে ফেরার জন্য আহামরী কিছু করতেও পারেননি।
তবে বিপিএলে তার এমন ফর্ম আবারও জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্ব দেখতে এসে নাসিরের দলে ফেরার সম্ভাবনা নিয়ে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু বলেন, “অনেক দিন পর এসেছে (নাসির), ভালো খেলছে। ওকে আগে খেলতে দেন। একজন খেলোয়াড়কে থিতু হতে হবে। একজন খেলোয়াড়ের জন্য অনেক দিন পর এসে পারফর্ম করা বিরাট ব্যাপার । ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকলে অবশ্যই চিন্তা করা হবে।”
এর আগে সংবাদ সম্মেলনে জাতীয় দলে খেলার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন নাসির। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন বলেছিলেন, ফিটনেসে উন্নতি করতে নাসিরের জন্য কামব্যাক করা অসম্ভব নয়।