টি-টোয়েন্টি বিশ্বকাপ চমক দিয়ে শুরু করেছে নামিবিয়া। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দিয়েছে এশিয়ার শিরোপাধারী শ্রীলঙ্কাকে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস মাঠে নেমেছে। অবশ্য ডাচরাও তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। অস্ট্রেলিয়ার জিলং শহরের কারদিনিয়া ওভাল পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে নামিবিয়া। ইনিংসের ৪ রানেই আউট হন ওপেনার ডিভান লা কক। আরেক ওপেনার মাইকেল ফন লিংগেন ও স্টিফেন বার্ড জুটি বড় ইনিংস খেলার পথে হাঁটলেও দলীয় ৩০ রানেই থামে এই জুটি। লিংগেন ১৯ বলে ২০ রান করে আউট হন। দুই রান যোগ হতেই ফেরেন নিকোল লফটি ইটন।
বার্ড ও ইয়ান ফ্রাইলিংক জুটি দলকে ৬৩ রানে পৌঁছে দেন। বার্ড ২২ বলে ১৯ রান করে আউট হন। তবে ফ্রাইলিংক দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ বলে ৪৩ রান করে আউট হন। অধিনায়ক জেরার্ড এরাসমাসের ১৬ ও ডেভিড ওয়াইজের ১১ রানে ভর করে ৬ উইকেটে কোনোমতে ১২১ রান সংগ্রহ করে নামিবিয়া।