চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে খেলা হয় ২৯ ওভার। রান হয় ১০৬। বাংলাদেশ উইকেট লাভ করে ৩টি। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তোলে ৩.৬৬ করে। দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের পক্ষে মনে হলেও আপাতত এই টেস্টে অনেকটাই পিছিয়ে আছে টাইগাররা। ৫ উইকেট হারালেও দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে জমা করে ফেলে ৪১৩ রান।
তবে দ্বিতীয় সেশনের শুরুতেই পেসার নাহিদ রানা নিজের প্রথম উইকেট লাভ করেন। দলীয় ৪২৩ রানের সময় নাহিদের উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কনের হাতে ধরা পড়েন রিকেলটন (১২)।
আগের দিনের মতো এদিনও বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটশিকারী ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। পূরণ করেছেন ফাইফার। মিরপুর টেস্টের পর চট্টগ্রামেও পেলেন ৫ উইকেট। তবে ষষ্ঠ উইকেট নিলেন পেসার নাহিদ।
রায়ান রিকেলটন এবং উইয়ান মুল্ডার এরপর দেখেশুনেই খেলে পার করেন দলীয় ৪০০ রান। খুব একটা বিপদ বাড়তে দেননি। তবে দলীয় ৪২৩ রানের সময় ষষ্ঠ উইকেটের পতনে কিছুটা আশার আলো দেখতে শুরু করে বাংলাদেশ।