‘যে রাধে, সে চুলও বাঁধে’। কথাটি এবার বাংলাদেশি তরুণ পেসার নাহিদ রানার জন্য সত্য হয়ে এসেছে। টেস্ট, ওয়ানডেতে সাফল্য লাভের পর এবার টি-টোয়েন্টি দলেও সুযোগ পেলেন রানা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ শেষে প্রধান কোচ ফিল সিমন্স বলেছিলেন, নাহিদ রানাকে টি-টোয়েন্টি দলে পরখ করে দেখবেন। সেটাই হলো। শুরুতে অবশ্য টি-টোয়েন্টির ঘোষিত দলে ছিলেন না রানা।
তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন রোববার দলে ভেড়ানো হলো এই গতিময় পেসারকে। রানার টি-টোয়েন্টি অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার ভোর ৬টায় তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে।
নাহিদকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ফাস্ট বোলার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন লাল সবুজের জার্সিতে। এ ছাড়া পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
সেন্ট ভিনসেন্টেই সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।