পুরানো পদে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পুনরায় বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দেখা যাবে তাকে। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে।
বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় পুনরায় বিসিবি তার পুরাতন সৈনিককে ডেকে পাঠিয়েছে। আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন রাবিদ ইমাম। যিনি বিসিবির মিডিয়া ম্যানেজারের দায়িত্বে আছেন।
পুনরায় টিম ম্যানেজারের দায়িত্ব নেয়ার বিষয়টি নিশ্চিত করে নাফিস বলেন, জি, বিসিবি নতুন করে আমাকে নিয়োগ দিয়েছে। কাজ শুরু করেছি। দোয়া করবেন।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরোনো পদে ফিরলেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন ড্রেসিংরুম ছেড়ে চলে যান নাফিস। পরে গুঞ্জন উঠে ভাই তামিমের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনায় ক্ষোভে দল ছাড়েন নাফিস। যদিও পরে নাফিস জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করেননি, বরং তাকে বিসিবির পক্ষ থেকেই সরিয়ে দেয়া হয়েছিল।