ক্রিকেটভক্ত বাঙালির চোখে মাহমুদউল্লাহ রিয়াদ যেন এক বিশেষ আবেগের নাম। এই আবেগে ভাসেন রিয়াদের পরিবারের সদস্যরাও। ক্যারিয়ারে সুবর্ণ সময় উপহার দিয়ে সেই জায়গা দখল করে নিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। তবে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে তার জায়গা না হওয়ায় হতাশ হয়েছেন ভক্তরা।
শনিবার (১২ আগস্ট) এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নেয়া হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। এতে হতাশা প্রকাশ করেছেন অনেকে।
দল ঘোষণার পরে ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীর নামের একটি ফেসবুক আইডি থেকে কয়েকটি শব্দ লেখা হয়। জান্নাতুল কেফায়েত মন্ডি নামের ওই আইডিতে লেখা হয়, ‘ইনজাস্টিস ইজ দ্য নিউ ট্রেন্ড’। অর্থাৎ অবিচার করাই যেন এখনকার নতুন ধারা। হঠাৎ এমন কথার পেছনে রহস্যও লুকিয়ে রয়েছে।
জান্নাতুল কেফায়েত মন্ডি মূলত মাহমুদউল্লাহর শ্যালিকা এবং মুশফিকের স্ত্রী। অনেকে ধারণা করছেন, এশিয়া কাপে মাহমুদউল্লাহকে না নেয়ায় হয়তো ক্ষোভ প্রকাশ করে এমন কথা লিখেছেন তিনি। তবে মুশফিক পত্নী স্পষ্ট করে বলেননি কেন এমনটি লিখেছেন। এমনকি সেখানে মাহমুদউল্লাহর নামও তিনি নেননি।
এদিকে মাহমুদউল্লাহকে দলে না নেয়ার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন,
মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেয়া হয়েছে।