পিঠের চোটে প্রায় তিন মাস ধরে মাঠের বাইরে সাইফ উদ্দিন। স্বাভাবিকভাবেই তার মনে বিষাদের ছায়া। তবে হাল ছাড়ছেন না তিনি। নতুন করে মাঠে নামার আগে পেস অলরাউন্ডার বললেন, ক্রিকেটের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি।
পিঠের চোট সারাতে শনিবার (৫ আগস্ট) কাতারের উদ্দেশে রওনা দেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেখানে ‘অ্যাসপেটার’ নামে একটি স্পোর্টস মেডিসিন হাসপাতালে চিকিৎসক দেখানোর কথা রয়েছে তার। ওই হাসপাতালেই চিকিৎসা করা হয়েছে নেইমার-কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবল তারকাদের। শুধু সাইফউদ্দিনই নন, তার সঙ্গে যাচ্ছেন দুই তরুণ পেসার অভিষেক দাস ও আশিকুর রহমান।
দেশ ছাড়ার আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সেখানে জানালেন, ফিরে আসার অভিযানে হাল ছাড়তে রাজি নন তিনি।
সাইফউদ্দিন বলেন, `এটা (ক্রিকেট) আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব । যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সবসময় করব।`
সামনেই রয়েছে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো টুর্নামেন্ট। সুস্থ হয়ে ফিরতে কতদিন লাগবে সাইফউদ্দিনের? নিশ্চিত করে তিনি বলতে পারেননি সেটি। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকতে না পেরে খারাপ লাগছে বলেও জানান এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘এটা আসলে বলাটা কঠিন (সুস্থ হওয়া)। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ওখানকার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে উনারা হয়তো একটা পরিকল্পনা দেবেন। অথবা আরও কয়েকজন চিকিৎসককে দেখানো হবে। তারপর আসলে ওখানে ভিজিট করার পর বলতে পারবো। এই মুহূর্তে বলা কঠিন। ইনজুরির কারণে প্রথমিক স্কোয়াডে নেই খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড় কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা- এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হবো, ইনশাআল্লাহ্ তখন আবার ওদের একটা অংশ হবো। ’
চোটে বাদ পড়ার পর আগে বেশ কয়েকবারই স্বয়ংক্রিয়ভাবে জাতীয় দলে ফিরেছেন সাইফ। তবে গত কয়েক বছরে পেস বোলিং ইউনিটের নব জাগরণে এখন তিনি ফিট হয়ে উঠলেও দলে জায়গা পাওয়া বেশ কঠিন। সাইফ অবশ্য সেটি নিয়ে ভাবতে চান না। আপাতত মাঠে ফেরার লড়াইয়ে তার মনোযোগ।
তিনি বলেন, ‘মাঠে ফিরে আমি শতভাগ দিয়ে চেষ্টা করব আবার আগের ছন্দে ফেরার। পরে জাতীয় দলে ফিরব কী ফিরব না, সেটা হয়তো নির্বাচক বা যারা কোচ আছেন, তাদের ওপর নির্ভর করবে যে, আমাকে নেবেন কি না। যদিও এখন কোনো খেলা নেই। দেখা যাক সুস্থ হয়ে মাঠে ফিরি। পুরো দমে অনুশীলন করি। বাকিটা আল্লাহর হাতে।’
বাংলাদেশ দলের বর্তমান পারফর্মম্যান্স নিয়ে দারুণ খুশি সাইফউদ্দিন। বলেন, `মাশাআল্লাহ্। আমরা শেষ দুইটা টি-টোয়েন্টি সিরিজ খুব ভালো খেলেছি। আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে আমরা হারিয়েছি। খুব ভালো ফ্লোতে ছিলাম। হয়তোবা আফগানিস্তানের সাথে সিরিজ হেরেছি। তারপরও আমি মনে করি, আমাদের দল সেরা ছন্দে আছে। আলহামদুলিল্লাহ্।’