জাতীয় ক্রিকেট লিগে এবার প্রথমবারের মতো খেলা হচ্ছে ডিউক বলে। বলের সাথে ব্যাটারদের মানিয়ে নিতে না পারায় রানের দেখা পাচ্ছেন না ব্যাটাররা। স্রোতে বিপরীতে দাঁড়িয়ে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন মুশফিকুর রহিম।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ম্যাচের দ্বিতীয় দিনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। এবারের জাতীয় লিগে এটাই প্রথম সেঞ্চুরি।
এই ম্যাচের আগে দীর্ঘদিন ধরেই ক্রিকেট থেকে দূরে ছিলেন মুশফিকুর রহিম। সর্বশেষ ১ সেপ্টেম্বর ম্যাচ খেলেছিলেন তিনি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার মিশনও শুরু করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।
অবশ্য বেশ আগেই ক্রিকেটে ফেরার মিশন শুরু করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ১৭ সেপ্টেম্বর জিম করতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান। ফলে জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচে খেলা হয়নি তার।
দারুণ সেঞ্চুরি দিয়েই ফেরাটা রাঙালেন মুশফিক। মঙ্গলবার দিনের অষ্টম ওভারে উইকেটে গিয়ে রয়েসয়ে ব্যাটিং করেন তিনি। ২২৮ বলে পাঁচটি চারে পূরণ করেন সেঞ্চুরি। দিনশেষে ১০৮ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি মুশফিকের ১৫তম সেঞ্চুরি।