• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
জাতীয় ক্রিকেট লিগ

তামিমের ‘শেষ’ ম্যাচে মাঠে ফিরছেন মুশফিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২২, ০৬:৫৬ পিএম
তামিমের ‘শেষ’ ম্যাচে মাঠে ফিরছেন মুশফিক

জাতীয় ক্রিকেট লিগের(এনসিএল) প্রথম রাউন্ডে তামিম ইকবাল মাঠে নামলেও বাইরে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবেন মুশফিক। অন্যদিকে এবারের আসরে এটাই হতে যাচ্ছে তামিম ইকবালের শেষ ম্যাচ।

সোমবার (১৭ অক্টোবর) শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ। পারিবারিক কারণে প্রথম রাউন্ডে মাঠে নামতে পারেনি মুশফিক। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দেখা যাবে তাকে।

প্রথম রাউন্ডের ম্যাচে মুশফিকের রাজশাহী ড্র করেছিল বরিশালের বিপক্ষে। সোমবার দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ ঢাকা মেট্রো।

অন্যদিকে চলতি জাতীয় লিগে দ্বিতীয় রাউন্ডের পর আর খেলবেন না তামিম। এ সময়ে নিজের ব্যাটিং নিয়ে আলাদা কাজ করবেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।

প্রথম রাউন্ডের ম্যাচে দুই ইনিংসে ব্যাট করলেও জ্বলে উঠতে পারেননি তামিম। সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২০ রানে সাজঘরে ফিরেন তিনি।

প্রথম রাউন্ডের ম্যাচে সিলেটের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরেছিল চট্টগ্রাম।  মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তামিমদের প্রতিপক্ষ রংপুর।

এছাড়া ‘এ’ দলের হয়ে ভারত যাওয়ার জন্য প্রথম রাউন্ডে বাইরে ছিলেন মোহাম্মদ মিঠুন, মুমিনুল হকদের মতো তারকা ক্রিকেটাররা। ভিসা জটিলতায় আপাতত স্থগিত হয়েছে ‘এ’ দলের ভার‍ত সফর।

তাই দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ‘এ’ দলের ভারত সফরের দলে থাকা প্রত্যেক ক্রিকেটারই সোমবার থেকে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরবেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!