ভারতের জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইউসুফ পাঠানের ঝোড়ো ব্যাটিং-তাণ্ডবে জিম আফ্রো টি-টেন লিগে ফাইনালে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস। জিম আফ্রো টি-টেন লিগে প্রথম কোয়ালিফায়ারে শুক্রবার (২৮ জুলাই) ডার্বান কালান্দার্সের বিপক্ষে ৬ উইকেটের জয় পায় তারা।
বাফেলোস অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ডার্বানকে। তবে শুরুটা ভালো করতে পারেনি ডার্বান। প্রথম ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান তুলে তারা। এরপর ব্যাটিংয়ে হাল ধরেন আন্দ্রে ফ্লেচার। তিনি ৪ বাউন্ডারি ও ৩ ওভারবাউন্ডারিতে ১৪ বলে ৩৯ রান করেন। ফ্লেচার আউটের পর ব্যাটিংয়ে আবারও ছন্দপতন ডার্বানের।
এরপর শেষ দিকে পাকিস্তানি ছক্কা স্পেশালিষ্ট আসিফ আলী খেলেন ১২ বলে ৩২ রানের ইনিংস। আর নিক ওয়েলস শেষটা করেন ৯ বলে ২৪ রান করে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রানে।
১৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাফেলোস অধিনায়ক হাফিজ ও টম ব্যান্টন প্রথম ওভোরেই ১৭ রান তুলে নেন। এরপরেই মুশির দলে নেমে এলো ঘোর অন্ধকার। একে একে ৪ ব্যাটার সাজঘরে ফিরে যান। দলের এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ইউসুফ পাঠান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন টাইগার ব্যাটার মুশফিক।
মুশি খেলেন অপরাজিত ১০ বলে ১৪ রানের ইনিংস। অন্য প্রান্তে চলে ইউসুফ শো। তার ব্যাটে ৫ বাউন্ডারি ও ৮ ওভারবাউন্ডারির কল্যাণে ৮০ রান আসে। তাতেই ১ বল হাতে রেখে দলকে ফাইনালের টিকিট নিশ্চিত করে দেন ৪১ বছর বয়সী এই আলরাউন্ডার।
এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে হারারে হ্যারিকেন্সকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে ডার্বান কালান্দার্স। শনিবার (২৯ জুলাই) ফাইনালে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোস আবারও মুখোমুখি হবে তাদের বিপক্ষে।