• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

অবসর নিলেন মুরালি বিজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:৪১ পিএম
অবসর নিলেন মুরালি বিজয়

জাতীয় দলে খেলা তো দূরের কথা, নির্বাচকদের বিবেচনায়ও নেই অনেকদিন। আর সহসাই সেটা হওয়ার সম্ভাবনাও নেই বললেই চলে।  এগুলো হয়তো বুঝেই গেছেন ভারতীয় ব্যাটার মুরালি বিজয়। ফলে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।

ভারতের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলেছনে মুরালি বিজয়। এ সময়ে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাকে সম্মানের বলছেন তিনি।

বিজয় বলেন, “ অপরিসীম কৃতজ্ঞতা এবং বিনয়ের সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। ২০০৮ থেকে ২০১৮ সাল আমার জীবনের সবচেয়ে অসাধারণ বছর ছিল। ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল সম্মানের।”

তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চান বিজয়। এছাড়া ব্যবসাতে এবার মনোযোগ দিতে চান তিনি।

“ক্রিকেট খেলতে এবং এর ব্যবসায়িক দিকগুলিতে নতুন সুযোগ খুঁজব। আমি যে খেলাটিকে ভালোবাসি তাতে আগামীতেও অংশ নিব এবং নতুন ও ভিন্ন পরিবেশে নিজেকে চ্যালেঞ্জ জানাব।” যোগ করেন বিজয়।

সর্বশেষে ভারতের জার্সিতে বিজয় মাঠে নেমেছেন ২০১৮ সালে। এরপর আর কখনোই জাতীয় দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি এই ওপেনারের। মূলত টেস্টেই তাকে বেশি দেখে যেত।

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক হয় বিজয়ের। এরপর সর্বমোট ৬১টি লাল বলের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে টেস্টে ব্যাট হাতে  ১২ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে তার সংগ্রহ ৩ হাজার ৯৮২ রান।

২০১০ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও অভিষেক হয় বিজয়ের। তবে সাদা পোশাকের তুলনায় রঙিন পোশাকের ক্রিকেটে বিজয়ের ক্যারিয়ার সাদামাটা। ওয়ানডেতে ১৭ ম্যাচ খেলে স্রেফ এক ফিফটিতে করেন স্রেফ ৩৩৯ রান। টি-টোয়েন্টিতে বিজয় মাঠে নেমেছেন মাত্র ৯ ম্যাচ। এ সময়ে ব্যাট হাতে তার সংগ্রহ ১৬৯ রান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!