• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পার্পেল ক্যাপের মিউজিক্যাল চেয়ারে মোস্তাফিজের জায়গায় মোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০২:১১ পিএম
পার্পেল ক্যাপের মিউজিক্যাল চেয়ারে মোস্তাফিজের জায়গায় মোহিত
মোস্তাফিজ ও মোহিত (বাঁয়ে)। ছবি : সংগৃহীত

ভারতের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম তিন ম্যাচেই ৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ হাতে পান বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ দেশে ফেরায় চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচটি খেলতে পারেননি তিনি। তবে সে ম্যাচের এক দিন আগেই পার্পল ক্যাপ হারিয়েছেন এই টাইগার পেসার।  

বর্তমানে গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মার দখলে রয়েছে পার্পল ক্যাপের মিউজিক্যাল চেয়ার। তিনিও সমান সাত উইকেট নিয়েছেন। তবে ম্যাচ খেলেছেন চারটি। এক ম্যাচ বেশি খেলেও পার্পল ক্যাপ তার দখলে নেওয়ার কারণ হচ্ছে, মোহিত শর্মার ইকোনমি রেট ৮.১৮। 

অন্যদিকে মোস্তাফিজের ইকোনমি রেট ৮.৮৩। এই হিসেবেই মোহিতের থেকে পিছিয়ে রয়েছেন কাটার মাস্টার। যার কারণে পার্পল ক্যাপ হারিয়েছেন তিনি।

এছাড়া আইপিএলের চলতি আসরে সর্বোচ্চ ১৫৬.৭ গতিতে বল করে রেকর্ড করেছিলেন লক্ষণৗ সুপার জায়ান্টসের মায়াঙ্ক যাদব। তিনি রয়েছেন তালিকার তিন নম্বরে। ২ ম্যাচে তার উইকেট সংখ্যা ছয়টি।

অন্যদিকে ডানহাতি লেগস্পিনার চাহাল এবং বাঁহাতি পেসার খলিল আহমেদ ছয়টি করে উইকেট নিয়ে সেরা চার এবং পাঁচে রয়েছেন। গত মৌসুমেও সর্বাধিক উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন মোহিত। 
 

Link copied!