• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাদ পড়লেন বাভুমা, নেতৃত্বে মার্করাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৪:৫১ পিএম
বাদ পড়লেন বাভুমা, নেতৃত্বে মার্করাম
টেম্বা বাভুমা। ছবি : সংগৃহীত

দেশের মাটিতে টেম্বা বাভুমাকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে দুই সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এতে বাভুমার বদলে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলা ছয় ক্রিকেটারকে ভারতের বিপক্ষে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে।

বাভুমা ছাড়া বিশ্রামে যাওয়া বাকিরা হলেন, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি’কক, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা। তার মধ্যে ডি’কক বিশ্বকাপের পরে অবসর নিয়ে নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আগামী ১০ ডিসেম্বর ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যান্ডিলে ফেলুকায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজার্ড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, রেজা হেনড্রিক্স, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলে ফেলুকায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেইনি ও লিজার্ড উইলিয়ামস।

খেলা বিভাগের আরো খবর

Link copied!