ভারতের বিপক্ষে তিন ম্যাচের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দুই ম্যাচেই টাইগারদের জয়ের নায়ক হয়ে ম্যাচসেরা ছিলেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিংয়ের পর দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। প্রথম শতকের দিনে ভারতকে চাপে রাখার চেষ্টাতেই ছিলেন মিরাজ।
প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজের ব্যাটে এসেছিল ৩৮ রান। মোস্তাফিজের সঙ্গে ৫১ রানের জুটিতে জিতিয়েছিলেন ম্যাচ। দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৪৮ রানের জুটিতে দলকে খাদের কিনারা থেকে ফের ফিরিয়েছেন। সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক।
ব্যাটিংয়ে নিচের দিকে নামায় প্রায় সময়ই খেলার জন্য পর্যাপ্ত সময় মেলে না মিরাজের। ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তাই প্রথমেই ধন্যবাদ জানালেন সৃষ্টিকর্তাকে। মিরাজ বলেন, “আমাকে সুযোগ দেওয়ায় প্রথমেই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। ভালো লাগছে। এর বেশি কিছু বলার নেই।”
যুব দলে অলরাউন্ডারের ভূমিকা থাকলেও জাতীয় দলে হয়ে পড়েছিলেন পুরোদস্তুর বোলার। সেই তকমা ছেটে ফেলতে সর্বশেষ সময়ে কাজ করছেন জানিয়ে মিরাজ বলেন, “সর্বশেষ কয়েক বছরে ব্যাটিং নিয়ে কাজ করছি। নির্দিষ্ট কিছু জায়গায় কাজ করেছি। খেলার উন্নতিতে কোচরা সবসময়ই নানা পরামর্শ দেয়, তা মানার চেষ্টা করছি।”
মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৪৮ রানের জুটির গড়ার সময়ে কী কথা হয়েছিল অভিজ্ঞ এই ব্যাটারের সঙ্গে তা জানতে চাওয়া হয়েছিল ম্যাচ শেষে। মিরাজ বলেন, “রিয়াদ ভাই, আমাকে ইনিংস এগিয়ে নেওয়ার কথা বলেছিল। আস্তে আস্তে জুটি বড় করার কথা হচ্ছিল তার সঙ্গে।”
নিজের ইনিংস নিয়ে মিরাজের মূল্যায়ন, “আমি বল আমার সেরা জায়গায় খেলতে চেয়েছি। ওদের ওপরে যতটা সম্ভব চাপ দেওয়ার চেষ্টা ছিল।”