• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

মাঠে ফিরেই গোল মেসির, ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারাল মায়ামি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ১০:৩৪ এএম
মাঠে ফিরেই গোল মেসির, ফিলাডেলফিয়া ইউনিয়নকে হারাল মায়ামি

প্রায় ২ সপ্তাহ পর মাঠে নেমেই গোল পেলেন লিওনেল মেসি। তার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।

রোববার (৩০ মার্চ) ভোরে ইন্টার মায়ামির হয়ে ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি।

নামার দুই মিনিটের মধ্যে গোল করেন আর্জেন্টাইন তারকা। লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত এক শটে বল পাঠান জালে। এই মৌসুমে এটি মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেলরের গোলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল তারা। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা।

দুই সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান মেসি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এই সময় বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচই মিস করেছেন তিনি। তবে ফিফা উইন্ডো চলাকালীন ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি তিনি।

ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।

৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।
 

Link copied!