• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

শেষ মুহূর্তের গোলে রেকর্ডের আশা টিকে রইলো মেসিদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ১২:১৬ পিএম
শেষ মুহূর্তের গোলে রেকর্ডের আশা টিকে রইলো মেসিদের
জয়সূচক গোলদাতা কাম্পানাকে মেসির শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির দল ইন্টার মিয়ামি মেজর সকার লিগের(এমএসএল) শিরোপা জিতেছে আগেই। তবে তাদের আশা পয়েন্ট লাভের রেকর্ড গড়েই শিরোপা জেতা। রোববার সকালের ম্যাচে মিয়ামি একটি লিগ ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয়লাভ করে। টরেন্টো এফসির বিপক্ষে এই ম্যাচে হারলে বা ড্র করলে মিয়ামির রেকর্ড গড়া সম্ভব হতো না। লুইস সুয়ারেজের পাসে কাম্পানা জয়সূচক গোলটি করেন। ২০২১ সালের লিগ শিরোপা জিতেছিল নিই ইংল্যান্ড দল। তারা সেবার পেয়েছিল ৭৩ পয়েন্ট। রোববারের ম্যাচে জয়ী হওয়ায় মেসিদের সংগৃহ এখন ৭১ পয়েন্ট। যাদের রেকর্ড ভাঙার আশা মিয়ামির, সেই দলটির সঙ্গেই ২০ অক্টোবর মেসিদের শেষ লিগ ম্যাচ। ঐ ম্যাচ জিতলেই নতুন রেকর্ড গড়তে পারবে মিয়ামি। কারণ, তখন তাদের পয়েন্ট হবে ৭৪। আর মেসিরা হারলে তো বটেই, ড্র করলেও রেকর্ড গড়া সম্ভব হবে না।

Link copied!